Monday, 14 January 2013

ঝাড়-খাওয়া কবিতাগুচ্ছঃ আট ("জগৎমঙ্গল কাব্য" বইয়ের কবিতা)

ঝাড়-খাওয়া কবিতাগুচ্ছ
আট

চন্দন ভট্টাচার্য

লম্বা ক'রে "পুল" লেখা পেটের দরজা টেনে
আমি তাকে ঢুকতে দিয়েছি, তারপর গোলাপের কুঁড়ি-আঁকা 
প্লেটের ওপর চোখদুটো রেখে বলেছি "খাও"

খাও-রাক্ষস প্রতিধ্বনি করেছে একদম খালি ওই
পেটের গম্বুজে, ওর শান্ত চবুতরায়। আমি যেহেতু
শরীরে গরীব, ফুল-স্লীভ অমনোযোগ চাপা সেই মেয়ে
একটু মরিচ চোখের মণিতে ছড়িয়ে দিতে দিতে বলেছে
ফর্ক কোথায় যে খাবো !

বুকের বামাবর্ত খুলে একজোড়া পাঁজর
হাতে তুলে দিতে যত দেরি,
কোমরের ভাঁজ থেকে সে নামিয়েছে টোপর টোপর ফুচকাদের,
স্তন থেকে ফিনকিতে তেঁতুলগোলা জল
সেই আহারদৃশ্যের দিকে তাকিয়েছে আমার কোটর
মায়াভরে, কৌতূহলভরে

কৌতূহলভরে ক্ষমাভরে সেও মানিব্যাগ থেকে
বের করেছে ব্যান্ড এইড গোষ্ঠীর কিছু চুমু
আর আমার সী-লেভেল খুব নেমে গেছে ব'লে
সেই এক্সপায়ার্ড বস্তু খেয়ে হলাম অজ্ঞান ভেদবমি

লম্বা ক'রে "পুশ" লেখা পেটের দরজা খুলে
সে আমাকে সুতরাং নামিয়ে দিয়েছে ফুটপাথে, আর
শরীরের গুলতি থেকে চুম্বনের পায়রাগুলো তাল তাল বেরিয়ে আসছে ...

No comments:

Post a Comment