ভালো, সুপ্রচুর
ভালো ছাড়া কিছু থাকে না, সুপ্রচুর ছাড়া
সাতাশি বছর হয়তো গাছ রক্ষা পাবে
সাইকেলের সামনে বসিয়ে মেয়েকে ফেরত আনা স্কুল থেকে
নদী-আদলের এক শাপমোচন দৃশ্য হতে পারে
অথচ যথেষ্ট ছাড়া জলও ফতুর
তার ভিজে শিরদাঁড়া পড়ে থাকে...
আমি সহজ-বন্দনা করি
কিন্তু এ-সহজ কতটা উদ্যত?
সাতাশি বছর হয়তো গাছ রক্ষা পাবে
সাইকেলের সামনে বসিয়ে মেয়েকে ফেরত আনা স্কুল থেকে
নদী-আদলের এক শাপমোচন দৃশ্য হতে পারে
অথচ যথেষ্ট ছাড়া জলও ফতুর
তার ভিজে শিরদাঁড়া পড়ে থাকে...
আমি সহজ-বন্দনা করি
কিন্তু এ-সহজ কতটা উদ্যত?
অচেনা পল্লী থেকে আসে ট্রাক
শুধু এই জন্মান্তর থেকে আসতে থাকা...
শুধু ওই মহাকাশ-সন্তানেরা দূরের দুপাশে
আর, নিচে আমাদের অনুরোধের আসর থেকে যায়
শুধু এই জন্মান্তর থেকে আসতে থাকা...
শুধু ওই মহাকাশ-সন্তানেরা দূরের দুপাশে
আর, নিচে আমাদের অনুরোধের আসর থেকে যায়
No comments:
Post a Comment