Sunday, 2 December 2012

লাশফুল ফুটিয়েছোঃ দুই ("লাশফুল ফুটিয়েছো" ব ইয়ের কবিতা)

লাশফুল ফুটিয়েছো
দুই

চন্দন ভট্টাচার্য

এখানে মাঠের মধ্যে মুখ-উপুড় এক-পা চপ্পল
ওখানে মাটির ঢেলা রক্ত খেয়ে ছটফটায়

এদিকে চমৎকার বলাৎকার রান্নাঘরে উনুনের পাশে
ওদিকে মর্গের নালা ভ'রে উঠছে কড়া লিকার চায়ে

এপাশে ব স্তার মধ্যে 'মাগো, জল দাও' ---এই
                                           মহাপ্রাণ বর্ণমালা ফোটে
ওপাশে শান্তিআলোচনাগুলি ভেঙ্গে আমরা পেলাম
                                        গুলি আর শান্তিআলোচনা

এখানে চোখের সামনে ভাই পড়ে যাচ্ছে, ভাই ওঠ,
                                                  তার ওঠার উৎসব নিবু নিবু
ওদিকে মানবহিংসা কোনও দিন  মাটিতে মেশে না

No comments:

Post a Comment