Sunday, 2 December 2012

রাজনৈতিক সততা ("জগৎমঙ্গল কাব্য" বইয়ের কবিতা)

রাজনৈতিক সততা 

চন্দন ভট্টাচার্য

এস ইউ সি আই সৎ, কেন না তারা সুযোগ পায়নি

তোমার মুখস্থ স্বামী স্নেহ পায়, ভরা পেটে
মুখসুদ্ধি চুমু, আর রাত ছায়ার জীবাশ্ম হয়ে গেলে
স্নেহ দু'মলাটের মধ্যে ক'রে বালিশে সাজানো
ঠিক সেই মুহূর্তে চাঁদ মুখ বাড়িয়েছিল জানলা খুলে
পানের পিক ফেলে ফেলে ভূত করে দিয়েছিল ঘরের দেয়াল

নিষ্কলংক সকাল আবার। সংসারের গালে টোকা দিয়ে
ঘুম ভাঙানো, তারপর নটা চল্লিশ ধরে
পৌঁছে যাব ছেলের ইশকুলে। দশটার মেট্রোয়
যাওয়া যায়, কিন্তু ঊর্মিলার মেয়েকে নিতে ওর বর এসে
দাঁড়িয়ে থাকবে না ! কাঁধে কাঁধ নিষ্কলংক ঠেকে যাচ্ছে,
দুচোখে গোধরা..... শেয়ারের অটো এর বেশি
দাঙ্গাবাজ হতে শেখেনি

এস ইউ সি আই এখনও সৎ পার্টি

No comments:

Post a Comment