শক্তিশালী
চন্দন ভট্টাচার্য
যে কোনও মুহূর্তে পড়ে যাবে পাহাড়
চন্দন ভট্টাচার্য
যে কোনও মুহূর্তে পড়ে যাবে পাহাড়
তার মাথায় শক্ত হয়ে বসেছে পুলিশফাঁড়ি
দীর্ঘ দীর্ঘ আয়ুগাছের মধ্যে ফেরার হয়ে আছে
যে জঙ্গলে প্রেমিক-প্রেমিকা ছুটে আসে
আর হাত ধরাধরি করে ঝাঁপ দেয় নিচে, খাদের চূড়ায়
ঝাঁপ দেওয়ার একরকম ঝরণা বইতে থাকে....
বিদায় নেবে --- তাই তাদের শক্তিশালী চুমু-বিনিময়
পুলিশফাঁড়ি এক সূর্যাস্ত গায়ে পাহারা দিচ্ছে
দীর্ঘ দীর্ঘ আয়ুগাছের মধ্যে ফেরার হয়ে আছে
যে জঙ্গলে প্রেমিক-প্রেমিকা ছুটে আসে
আর হাত ধরাধরি করে ঝাঁপ দেয় নিচে, খাদের চূড়ায়
ঝাঁপ দেওয়ার একরকম ঝরণা বইতে থাকে....
বিদায় নেবে --- তাই তাদের শক্তিশালী চুমু-বিনিময়
পুলিশফাঁড়ি এক সূর্যাস্ত গায়ে পাহারা দিচ্ছে
No comments:
Post a Comment