Sunday, 2 December 2012

বিচ্ছেদও বকুল ("নবরত্ন কারাদণ্ড সবুজ" বইয়ের কবিতা)

বিচ্ছেদও বকুল

চন্দন ভট্টাচার্য
 
হালকা-মতো হয়ে যাচ্ছি রাস্তা পার

মোটর-সাইকেলকে অ্যাত্তোখানি সাইড "দুঃখিত" ব'লে,
কিন্তু আসলে খুশি-খুশি !
দোকানি-খদ্দেরে ভাব করিয়ে দিচ্ছি একটা লেবু চা হ'য়ে
খানা হয়ে মিশে গেলাম খন্দের আড্ডায়
খুব গরম? দরখাস্ত ঠোকো, উঁচু হবে দুপুরের ছাদ
করমর্দন ক'রে টেনে আনছি সন্ধেকে
বুকহলুদ বাঁশপাতা একটা বাতাস আবৃত্তি করলো কী মসৃণ
বৃষ্টিও সাম্রাজ্যবিস্তারে ব্যস্ত মেঘ-সেনাপতি পাঠিয়ে পাঠিয়ে

দ্যাখো, গিঁট খোলার কত সহজ পদ্ধতি
গিঁট পড়তে না দেওয়া....
যে মৃত, সে-ও সেবা পাওয়ার ইচ্ছেয় মরোমরো
তাহলে দেওয়া যাক কৌটো উপুড় ---
অন্যায়কে এত চুমু যে তার চোখদুটো ঢাই অকষর, আর
আটপৌরে থেকে তোলা-কাপড় ক'রে দিলাম রক্তপাত --- তোকে।
বিবাহ বকুল যদি, বিচ্ছেদও বকুল
জীবনকে কুড়িয়ে একটা পাতিয়ালা-তোড়া শুভেচ্ছার হাতে দিয়েছি তো

এবার হালকা-পানা হয়ে যাচ্ছি রাস্তা পার 

No comments:

Post a Comment