Sunday, 2 December 2012

মৃত্যুকবিতা ("তিনটি ডানার পাখি" বইয়ের কবিতা)

মৃত্যুকবিতা

চন্দন ভট্টাচার্য


প্রতিটা সময় বউ অথবা গোলাপবাচ্চার সঙ্গে কাটানো উচিত।
আলো নেই, আসবে সেই রাতে খাওয়ার পরে।
সব দেশেই দার্শনিকের চেয়ে ডাক্তারের বেশি রোজগার।
কাদা-রাস্তায় উঁচু পাথরে পিছিয়ে যাচ্ছে বাড়ি ফেরা।
যে কোনও ব্যথাই মৃত্যুর দিকে বাঁক ফিরে যায়।
এই সব ফালতু কথায় আমার অবস্থা বোঝাতে পারছি না
মহৎ হব বলে দোতলার ঘরে উঠেছিলাম
শুধু নিচে নামতে পারি --- অসামান্য নিচে নেমে মনোরম
নিচে নেমে উচ্চমুখ নিচে নেমে যাই....
অন্য সবাই তালা দিয়ে খুলুক দরজা


এখন আপনার উচিত ঈশ্বরে বিশ্বাস।
এখন আপনার ভালো ডক্টর বাগচির কথা শুনে চলা।
এমনও সময় আসে ডুস দিয়ে কাজ হয় না।
গ্লোবালাইজেশন হলে ওষুধটা এখুনি পাওয়া যেত।
আমি কত বলেছি ওভাবে ওড়াস না টাকা।
যা নিজে বুঝবে করবে চিরটা কাল এই স্বভাব।
জীবন আপনার, মৃত্যুও তাই, আমরা শুধু পাড়াপ্রতিবেশী
আমরা কেবল সুস্থ প্রশাসন আর পাঁচ মিনিটে রেডি
শব বাহকেরা.....

No comments:

Post a Comment