শেষ ওভার
চন্দন ভট্টাচার্য
আমি বলেছি, এই যে শোনো
একটা মাথা-ঠান্ডা প্রশ্ন করি
যদি কেউ স্কুলেই যায় সকাল সকাল, দোষের মধ্যে শুধু
তোমাকে-তাকিয়ে একদৃষ্টে পথ হাঁটে
তবে সেই কুচকাওয়াজকে "ভীষণ পছন্দ" বলা যাবে?
ধরো, একদিন তুমি অন্ধকার; জলকাদায় ডুবে
বাড়ি ফিরছ আর লুকিয়ে কেউ টর্চ দেখাচ্ছে উঠোন পর্যন্ত ধন্যবাদ,
তবে তার ঘটনাকে "মানসিক দুর্বলতা" নাম দেওয়া যায়?
আমি বলেছি, শোনোই না
তুমি আচমকা রেল স্টেশনে দাঁড়িয়ে; সেই যে "কেউ",
তার দাদা এসে পিঠে ধাপ্পা দিচ্ছে, বলছে
রেজাল্ট খারাপ হয়েছে তো কী?
ব্যাঙ্কের ক্লার্কশিপ তুই আরামসে পেয়ে যাবি জানি,
আমি স--ব জানি.....
তবে তুমি শেষ ওভারে মাত্র একটা রান বাকি-তে ভয় পাবে ?
তখনও কী ভাববে গো, ভেবে মুছে ফেলবে
কপালে সদ্য ওঠা তৃতীয় নয়ন !
আমি তোমাকে এই অর্থহীন প্রয়োজনীয় কান্নামাখা প্রশ্নখানা করি
No comments:
Post a Comment