Sunday, 2 December 2012

গ্রহণস্তব ("তিনটি ডানার পাখি"র কবিতা)

গ্রহণস্তব

চন্দন ভট্টাচার্য

আমি যদি ধর্মহীন হই
তবুও আমার অন্ন মুখে নাও তুমি
আমি যদি মায়াহীন হত্যাকারী হই
তুমি আমায় সরিয়ে দাও দূর সম্পর্কের বাড়ি, উত্তরপ্রদেশে
পড়তে পড়তে হয়তো মুখে রক্ত ওঠে
তুমি বিধবার মতো সাদা আধপোয়া দুধে
ঘ'ষে ঘ'ষে নীরক্ত মোছাও
যখন আমি বায়ুহীন আগুনে পুড়ি নারকোল পাতার অগ্রভাগ
তুমি ঝঁপিয়ে এসে বসো, দোল ওঠে, আবার
বিচিত্র উড়ে যাও দোল-শেষ দিয়ে
আমি যেই না হাতজোড় নতমুণ্ড হই
দেখি দেখি মুখ দেখি ব'লে তুমি ঝুঁকে পড়ো ভুজ্যি থেকে
বল--- কান্না মিশে গেলে কিন্তু প্রার্থনা নেবো না
তবু আমি জেদ করি
যত বড় অনামুখো, ইতরশ্রেণীর দেহ হই
হাঁ করো মা
মধুমাখা সূর্যগ্রাস-চন্দ্রগ্রাসদুটি মুখে তোলো

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. এত বলিষ্ঠভাবে বলতে পারেন আপনি, ... আশ্চর্য লাগে ...

    ReplyDelete