Sunday, 2 December 2012

দুজন ধার্মিক ("জাতকের কবিতা"র কবিতা)

দুজন ধার্মিক

চন্দন ভট্টাচার্য

প্রজাপতির পেছনে ঠিক একটা বাচ্চা থেকে যায়

অনেক শৈশব ভেঙ্গে পায়ে জল, কাদা
অনেক তারা-দূরত্ব থেকে পেটে কিছু পড়েনি বাচ্চার
এদিকে প্রজাপতি ছুটতে ছুটতে বোনের বাড়ি কিছুটা ব'সে গেল
দুটো প্রজাপতির গলাও শোনা যাচ্ছে, বাচ্চা এত চুপ

একবার এমন হয়েছে, বিছানায় অসুস্থ প্রজাপতি,
আর বাচ্চাটা উড়ছে, উড়ে উড়ে দরকারি কাজ সেরে দিচ্ছে তার
নিজেকে কী ভাবছে সে? সেই হাসি চেপে রাখা কিন্নর?
তার শিরদাঁড়ার ভেতর দিয়ে হালকা উদাস রামধনু রেখা চলে গেছে...

এখন ঘুরে ঘুরে বাতাসে পাহাড় আঁকে আর্টিস্ট প্রজাপতি, বাচ্চা-পা
পা টিপে উঠতে গিয়ে গড়িয়ে পড়ে
মাথা ফেটে যায়
সত্যি দুটো সেলাই পড়েছে, এত জ্বালাস তুই --- ব'লে
একটা ঠাস পড়েছে গালে
তারপর তো তুমি খুঁজেই পাবে না সামনের ছুট আর পেছনের
জি ডি নাম্বার বাইশ
হয়তো লম্বা পৃথিবী থেকে পা পিছলে গেছে দুজন ধার্মিক
তবু প্রজাপতির পেছনে শেষ পর্যন্ত আর তার পরেও
ঠিক সেই বাচ্চা থেকে গেছে ....

1 comment:

  1. Apnar lekhar khunt dhorar jogyota amar nei...achhe shudhu bimugdhota...

    ReplyDelete