Sunday, 2 December 2012

চন্দ্রমল্লিকা ("জাতকের কবিতা"র কবিতা)

চন্দ্রমল্লিকা

চন্দন ভট্টাচার্য

সব পাখি আমার দিকেই উড়ে যায়
প্রশ্নের, উত্তরের সব পাখি
আমার ভেতরে অন্য কোনও দিক পেয়ে গেছে

নাহ, ও ভুল শিষ দিয়েছিল। পাখি ভুল ভাঙাতে ওস্তাদ।
বুকের পংক্তি ভেঙ্গে ভেতরে ছুটে আসে, আর পিঠ ভেদ করে
এভাবে বেরিয়ে যায় ধারালো পালক
যেন আমি নেই, যেন আমি --- কী বলব --- খুব সামান্য জন্মেছি

তবুও পথের গায়ে কেউ পাখি বসিয়ে রাখো তো !
দুখানা হাড়ের শিরে চন্দ্রমল্লিকা
সেই পথ আমাকে উৎসর্গ করে দাও
গাছ ঠিকই রাগ করবে, বড়বাবু গাছ
হয়ত ধমক দিতে পারে
ওকে বুঝিয়ে বলব, সব পাখি অন্ধ, তাই সব পাখি গান গাইতে পারে, তাই পাখি
যেটুকু মাঙন ভিক্ষে পাবে
তাতে দুজনের এক জীবন দিব্যি কেটে যায়.....

গতজন্মে আমি পাখি হব

1 comment: