Thursday, 20 December 2012

সব জলপ্রপাতের মধ্যে তুমিই মহৎঃ এক ("জাতকের কবিতা")

সব জলপ্রপাতের মধ্যে তুমিই মহৎ

এক
তিলের নাড়ুর মতো

তিলের নাড়ুর মতো দুহাতের পাকে
মা কেবল ছোটো হয়ে আসে
দুর্দান্ত করবীগাছ
বীজের ভেতরে সেও লুকিয়ে যায় কোমর অবধি
তাকে মশারি টাঙিয়ে, তাকে ধামাচাপা দিয়ে
আমিই দুহাত তাস খেলতে বসেছি
বেলা শেষ, খেতে বসেছি কাঠটগর শিউলিবাটা দিয়ে
প্রতি গরাসের সাথে ওই হাত হয়ে উঠছে হাতপাখা
ওই গ্রীবা গতজন্মে গলায়-দড়ি মেয়ের মতো
                                    লম্বা রাজহাঁস
মা উড়বেই....
আর আমি তক্ষুণি ঝাঁপিয়েছি বুকের ওপর
ও মা চোখ খোলো, কেন মাগো কথা বলছো না 

No comments:

Post a Comment