অ্যাসাইলাম থেকে
চন্দন ভট্টাচার্য
কনস্টান্টিনোপল বহুদিন চুপ করে আছে
চন্দন ভট্টাচার্য
কনস্টান্টিনোপল বহুদিন চুপ করে আছে
ভরাট টিনের মতো নাম --- কনস্টান্টি.....
কবে মুখফোঁড় ননদ ছিলেন
কবে ক্ষারঋতুগন্ধা
দুই বিনুনি পাক দিয়ে মেঝেয় নেমেছে
জোড়া বুক স্ফীত, মোটা, আলো লেগে বরফসৌধ
মূর্তি নিচু করলেও প্রচ্ছায়ার ভূমিকা হয় না
ওর হাতে একটা কমলালেবু দাও
নব ঘুরিয়ে সূর্যাস্ত উপশম করো
বদ্ধতার পুরনো অমৃত
জ'মে জ'মে বিষ, ক্ষয় হয়নি
বদ্ধতার পুরনো গরল
সেও অনুদান পাবে না
এই একমাত্র.... তেতলার রাজধানী মনে হয়
শেতলপাটির মতো গোটানো কার্নিশ
ভগ্নাংশ হারেম, খোজা প্রহরীকে আঘাত করার সামান্য ক্ষমতা
পাওয়া, ফিরে পাওয়া যাক
কনস্টানটিনো শহর কোনও দিনও কথা বলবে না
কবে মুখফোঁড় ননদ ছিলেন
কবে ক্ষারঋতুগন্ধা
দুই বিনুনি পাক দিয়ে মেঝেয় নেমেছে
জোড়া বুক স্ফীত, মোটা, আলো লেগে বরফসৌধ
মূর্তি নিচু করলেও প্রচ্ছায়ার ভূমিকা হয় না
ওর হাতে একটা কমলালেবু দাও
নব ঘুরিয়ে সূর্যাস্ত উপশম করো
বদ্ধতার পুরনো অমৃত
জ'মে জ'মে বিষ, ক্ষয় হয়নি
বদ্ধতার পুরনো গরল
সেও অনুদান পাবে না
এই একমাত্র.... তেতলার রাজধানী মনে হয়
শেতলপাটির মতো গোটানো কার্নিশ
ভগ্নাংশ হারেম, খোজা প্রহরীকে আঘাত করার সামান্য ক্ষমতা
পাওয়া, ফিরে পাওয়া যাক
কনস্টানটিনো শহর কোনও দিনও কথা বলবে না
No comments:
Post a Comment