ঝাড়-খাওয়া কবিতাগুচ্ছ
চন্দন ভট্টাচার্য
ওহ, যন্ত্রণায় খুন হচ্ছি --- এছাড়া আর কী বলব, ভবভূতি
চন্দন ভট্টাচার্য
ওহ, যন্ত্রণায় খুন হচ্ছি --- এছাড়া আর কী বলব, ভবভূতি
যা সত্যি তাইতো কথা, নাকি স ত্যি-মিথ্যে বিস্কুট
জিভে ফিফটি-ফিফটি ভেঙে যায়
লাল হয়ে উঠেছে কলম, বুঝেছো তো, কলম
চালানো যাচ্ছে না লিভারে ফুসফুসে
আমারও গলায় কাতর ছাড়া শব্দ নেই
ভাষণের ওপর গাদা গাদা সাদা পাখি লুটিয়ে পড়েছে
কন্ঠতলে পাখির শ্মশান
আর এই অবসারণী যে পর্যন্ত বাঁটকুল, তার শেষ মাথায়
অন্য একটা কলম, সেখানে অসহ্য রক্ত
মিষ্টির দোকানে যেরকম বাচ্চা খেটে চলে, ততখানি তাণ্ডব যন্ত্রণা
আরও অতিরিক্ত চার রান এখানে যে স্বপ্ন দেখে ঘুম ভেঙে
ঘুম নেই, স্বপ্ন নেই, অজস্র অবশ.....
আমার বিনাশ করতে ইচ্ছে করে, জানো মেঘ
এক মুহূর্তে ফিরিয়ে দিতে জগৎ-শেখা, সাইকেল-পাশ
মুখ থেকে যে ঝাড়-খাওয়ার ফিনকি বেরিয়ে আসছে
তার গলগল আর চাপচাপ দিব্যি
আমার বিশ্রি করতে ইচ্ছে যায়, বিবস্বান
জিভে ফিফটি-ফিফটি ভেঙে যায়
লাল হয়ে উঠেছে কলম, বুঝেছো তো, কলম
চালানো যাচ্ছে না লিভারে ফুসফুসে
আমারও গলায় কাতর ছাড়া শব্দ নেই
ভাষণের ওপর গাদা গাদা সাদা পাখি লুটিয়ে পড়েছে
কন্ঠতলে পাখির শ্মশান
আর এই অবসারণী যে পর্যন্ত বাঁটকুল, তার শেষ মাথায়
অন্য একটা কলম, সেখানে অসহ্য রক্ত
মিষ্টির দোকানে যেরকম বাচ্চা খেটে চলে, ততখানি তাণ্ডব যন্ত্রণা
আরও অতিরিক্ত চার রান এখানে যে স্বপ্ন দেখে ঘুম ভেঙে
ঘুম নেই, স্বপ্ন নেই, অজস্র অবশ.....
আমার বিনাশ করতে ইচ্ছে করে, জানো মেঘ
এক মুহূর্তে ফিরিয়ে দিতে জগৎ-শেখা, সাইকেল-পাশ
মুখ থেকে যে ঝাড়-খাওয়ার ফিনকি বেরিয়ে আসছে
তার গলগল আর চাপচাপ দিব্যি
আমার বিশ্রি করতে ইচ্ছে যায়, বিবস্বান
No comments:
Post a Comment