Sunday, 2 December 2012

সাতশো লাইট ("নবরত্ন কারাদণ্ড সবুজ" বইয়ের কবিতা)

সাতশো লাইট

চন্দন ভট্টাচার্য

এই জ্যোৎস্না দন্তমঞ্জন
এই জ্যোৎস্না রান্নার হলুদ
ধরবো ব'লে খ্যাপা খাতার জাল পেতেছি যেই
দুশো পাতার বিভাজিকা উঠে আসলো কবিতার বুকে
আড়চোখে দেখতে গিয়ে সেই জ্যোৎস্না
নো ট্রাম্প ডেকে খাও সাতশো লাইট

চাঁদের উঠোন ধোয়ামোছা, চাঁদের ক'খানা
এঁটো বাসন ঘাটে নামাচ্ছে জ্যোৎস্নারাণী কর্মকার
এই জ্যোৎস্না পরচর্চা যেমন হীরেন মুখার্জি সি পি আই।
আধখোলা জানলা দিয়ে
লাহাদের ভিডিও দোকান, ছারপোকা-বেঞ্চিতে বসেছে
আমাদের গ্রামের ইশকুলে এরকম কত জ্যোৎস্না
সারাদিন...ছোট ছোট...তুমি জানো !

No comments:

Post a Comment