Thursday, 20 December 2012

দুই যমজ তিন যমজ ("জাতকের কবিতা" বইয়ের কবিতা)

দুই যমজ তিন যমজ

চন্দন ভট্টাচার্য

লাল গেঞ্জির কাছে রেখে গেলাম আমার ঠিকানা

চেকারের বুক ঘেঁষে বেরিয়ে যাওয়া বিনা-টিকিট
আর ট্রেকারের গায়ে চড় মেরে "আর একজন ...
মদনপুর আর একজন"
সেই চিৎকার কাত হয়ে বাওড়ের মাঝখানে উলটে পড়েছে, আর সকালে 
ভেসে ওঠা স্বামীমাছ কন্যামাছের গায়ে
লিখে দিলাম আমার ঠিকানা

যে-ছেলেরা কাশের গুচ্ছ বেঁধেছিল চায়ের দোকানে
তোমাদের রেখে গেলাম
যে-মেয়েরা ফিস ফিস কালো জলে ভরা
তোমাদের হাতে।
মুন্ডু-মুন্ডু সব মাথা এই নিহত এগারো আর আহত উনিশে ধরা আছে
নিহত সবার জন্যে চা আসছে, আহত কলকব্জাগুলো
খ'সে খ'সে গিয়ে লেগেছে
মুরগির দু'হাত দু'পায়

পোষাক-ছাড়ানো মুরগিরা --- তোমরা আমার গর্ভজাত;
মরা পিকনিক থেকে তোমাদের জন্মগুলো ফেরত এসেছে
এবং উড়েও যাচ্ছে আমার দুই যমজ তিন যমজ সুসন্তান....
ওড়ার দুপাশে নিরুদ্দেশ,
ওড়ার পায়ের হাড়ে যে গুমশুদা পাহাড় জন্মায়
তার ডানা থেকে মুছে দিলাম আমার ঠিকানা

No comments:

Post a Comment